‘অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে’ -এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর প্রেসক্লাব প্রথম বারের মতো শুরু করেছে সাংবাদিকতা পুরস্কার।
৫ জানুরয়ারি রোববার ২০২৪ সালের বিজয়ী সাংবাদিকদের তালিকা প্রকাশ হয়। প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানান জায়। ২০২৪ সালে ৬টি ক্যাটাগরিতে প্রতিবেদন আহবান করে প্রেসক্লাব বিজ্ঞপ্তি প্রকাশ করলে এতে চাঁদপুর জেলা সদর ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। টেলিভিশন, জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন জমাদেন চাঁদপুরে কর্মরত সাংবাদিকরা।
এরপর সাংবাদিকদের জমাকৃত প্রতিবেদন যাচাই ও বিচার কার্য সম্পাদনের জন্য নির্ধারিত জুড়ি বোর্ডের কাছে পাঠানো হয়। অধিকতর নিরপেক্ষতার নিশ্চিত করার জন্য স্থানীভাবে জুড়ি বোর্ড নির্বাচন না করে জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মাধ্যমে জুড়ি প্যানেল মনোনীত করা হয়। সেই আলোকে জুড়ি প্যানেল ২০২৪ সালের বিজয়ী নিম্নোক্ত বিজয়ী সাংবাদিকদের তালিকা প্রকাশ করেন- স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে পুরস্কার প্রাপ্ত হন মোহাম্মদ হাবীব উল্যাহ, জীতয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে পুরস্কারপ্রাপ্ত হন মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্যে পুরস্কার প্রাপ্ত হন মো. তালহা জুবায়ের, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্ত হন আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদনের জন্যে পুরস্কারপ্রাপ্ত হন মুহাম্মদ আরিফ বিল্লাহ এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে পুরস্কারপ্রাপ্ত হন এম ফরিদুল ইসলাম উকিল।
প্রতি বছর এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এতে চাঁদপুরের সাংবাদিকতা উৎকর্সতায় একটি মাইলক হিসেবে দেখছেন সাংবাদিকরা। খুব সহসাই অনুষ্ঠানের মাধ্যমে উক্ত পুরস্কার প্রদান করা হবে বলে প্রেসক্লাব সূত্রে জানা যায়।
স্টাফ রিপোর্টার,৫ জানুয়ারি ২০২৪