চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের দুঃখ প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট চাঁদপুর শহরের অঙ্গীকার সংলগ্ন এলাকায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে চাঁদপুর প্রেসক্লাব তথা সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। সেই মানববন্ধনে চাঁদপুর প্রেসক্লাবের নামে যে ব্যানারটি প্রদর্শিত হয় সেটি মূলত আয়োজকদের পক্ষ থেকে সরবরাহকৃত ছিলো। মূলত ব্যানারটির যাবতীয় লেখা ও ডিজাইন আয়োজকদের পক্ষ থেকে করা হয়েছিলো।

আয়োজকদের আমন্ত্রণের প্রেক্ষিতে সাংবাদিকগণকে সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বলা হয়। এতে কয়েকজন সাংবাদিক অংশগ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে আয়োজকদের সরবরাহকৃত ব্যানার দেখে অংশগ্রহণকারী সাংবাদিক, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ বিস্মিত হয়েছে। এই অনভিপ্রেত ঘটনার জন্য চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। ব্যানারে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনভিপ্রেত লেখা ও স্লোগানের সাথে চাঁদপুর প্রেসক্লাব একমত নয়।

প্রেস বিজ্ঞপ্তি, ১৫ আগস্ট ২০২৪

Share