চাঁদপুর

সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য : বিজয় মেলার সংবাদ বর্জনের সিদ্ধান্ত

চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাধারণ সভার মূলতবী সভা এবং মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় কতিপয় ব্যক্তি কর্তৃক চাঁদপুর প্রেসক্লাব ও সাংবাদিকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং হুমকি-ধমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

একই সাথে এক সপ্তাহের মধ্যে এসব বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করলে বিজয় মেলার মহাসচিব হারুন-আল-রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংবাদ এবং বিজয় মেলার সকল অনুষ্ঠানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির এক জরুরী সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি-সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ প্রেসক্লাবের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে উক্ত নিন্দা জ্ঞাপন ও সংবাদ বর্জনের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা চাঁদপুর জেলাবাসীর প্রাণের উৎসব তথা মিলনমেলা। এই মেলার প্রতিষ্ঠাকাল থেকে চাঁদপুরের সাংবাদিকরা মেলার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন ও সংবাদ পরিবেশন করে অকুণ্ঠ সহযোগিতা করে আসছে। কিন্তু এ বছর গুটিকয়েক ব্যক্তি বিজয় মেলাকে তাদের হীন স্বার্থে ব্যবহারের অপচেষ্টায় সাংবাদিকদের প্রতিপক্ষ বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শুধু তাই নয়, বিজয় মেলার কোনো অসংগতি বা অস্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুললেই তাকে বিজয় মেলা ও স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে ঘায়েল করার অপচেষ্টা করা হচ্ছে।

প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, সাবেক সভাপতি বি এম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি সোহেল রুশদী, সিনিয়র সহ-সভাপতি পার্থনাথ চক্রবর্তী, কার্যকরী কমিটির সদস্য শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, যুগ্ম সম্পাদক মির্জা জাকির, যুগ্ম সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আল-ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আলম পলাশ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, কোষাধ্যক্ষ এম এ লতিফ, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, ক্রীড়া সম্পাদক ইয়াছিন ইকরাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক রিয়াদ ফেরদৌস, লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক প্রমুখ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০ : ১৩ পিএম, ৯ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Share