চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য ড. মো. শামসুল হক ভূঁইয়া, সম্মানিত সদস্য এস এম আনওয়ারুল করীম ও আজীবন সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী শাহাদাত। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, ইকবাল হোসেন পাটোয়ারী, এএইচএম আহসান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভনসহ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
দোয়া অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য এস এম আনওয়ারুল করীমের সহধর্মিণীর হাতে আর্থিক অনুদানের চেক তুলেদেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার, ৬ জুলাই ২০২৪