আগামী ১৯ মার্চ রোববার চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এটি চাঁদপুরে দ্বিতীয়বারের মতো সাংবাদিক সমাবেশ। এ সমাবেশে চাঁদপুরের তিন কৃতী সন্তানকে সংবর্ধনা দেয়া হবে এবং কর্মশালা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি এ সমাবেশ শুরু হয়ে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলবে।
আমন্ত্রিত সাংবাদিক তথা সমাবেশে অংশগ্রহণকারীদের সকাল ৮টায় অনুষ্ঠানস্থলে এসে রেজিস্ট্রশন করতে হবে। সাড়ে ৮টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
সংবর্ধিত তিনজন হচ্ছেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় বারের মতো নির্বাচিত সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জাতীয় প্রেসক্লাবের নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম এবং সিআইপি জয়নাল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল। উদ্বোধন করবেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
বিকেলে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ। এ সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী।
সমাবেশে আমন্ত্রিত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহীন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৩১ এএম, ১৭ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur