বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ৭ ফেব্রুয়ারী চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের গঠিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় সভা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহ।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কেএম মাসুদ, সহ-সভাপতি এমএম কামাল, সিনিয়র যুগ্ম-সম্পাদক আশিক বিন রহিম, কোষাধ্যক্ষ মো. আবদুর রহমান গাজী, যুগ্ম-সম্পাদক সাইদ হোসেন অপু, কার্যকরি সদস্য বাদল মজুমদার, কেএম সালাউদ্দিন, সদস্য মিজান লিটন, অভিজিত রায়, বিমল চৌধুরী, মো. শাওন পাটোয়ারী, শেখ আল মামুন, শরীফুল ইসলাম, কবির হোসেন মিজি প্রমুখ।
আহসান উল্লাহ তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে সকল কার্যক্রমের কাজ যথা নিয়মে চলছে। একই সাথে অভিষেক অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে আমি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের সহযোগিতা চাচ্ছি।
এসময় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠান সফল করতে সকল প্রকার সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করেন।
উল্লেখ,আগামী ৭ ফেব্রুয়ারি চাঁদপুর প্রেসক্লাবের নবাগত কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। অনুষ্ঠানের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur