চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে চাঁদপুর জেলা পরিষদ। সম্প্রতি ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের বার্ষিক উন্নযন কর্মসূচিতে চাঁদপুর জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীনে বিশেষ বরাদ্দ শীর্ষক উপখাত হতে এককালীন অনুদান হিসেবে চাঁদপুর প্রেসক্লাবের ভবন সম্প্রসারণ, উন্নয়ন ও সংস্কার করার জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোনো কাজে এই অর্থ ব্যয় করা যাবে না এবং চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরিকৃত এ অর্থের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে পালন করবেন। তিনি এ অর্থ ব্যয় প্রচলিত নিয়মাচার ও আর্থিক বিধি-বিধান প্রতিপালন করবেন বলে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আকবর হোসেন ২৫ মে ২০২৫ তারিখে এককালীন অর্থ অবমুক্তির এই আদেশ দেন। জানাযায় চাঁদপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য ৫০ লাখ টাকার এই অনুদান প্রাপ্তির জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা পালন করেন।
শর্তে বলা হয়, ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিআর ২০০৮ অনুসরনসহ প্রযোজ্য সকল আর্থিক বিধিবিধান পরিপালন করতে হবে। ছাড়কৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলে বলা হয়েছে। এছাড়া নির্ধারিত কার্যক্রম বাস্তবায়ন ব্যতীত অন্য কোনো কাজে এই অর্থ ব্যয় করা যাবে না এবং সংশ্লিষ্ট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী কর্মকর্তা মঞ্জুরিকৃত এ অর্থের আয়ন-ব্যয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি এ অর্থ ব্যয়ে প্রচলিত নিয়ম ও আর্থিক বিধি-বিধান প্রতিপালন করবেন বলে উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার, ১৭ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur