আগামী ১৭ জানুয়ারি চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের নবাগত কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন বিকেল সাড়ে ৩টায় প্রেস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই বর্ণিল এ আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা,পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এ ছাড়াও চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ ,চাঁদপুর জেলা ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ, শহরের মাঠ পর্যায়ের কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ ও জেলার স্ব স্ব উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠান পরিচালনা করবেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
নিজস্ব প্রতিবেদক/
১৪ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur