Home / চাঁদপুর / চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার পেলেন শরীফুল ইসলাম
প্রেসক্লাবের

চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার পেলেন শরীফুল ইসলাম

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মাননা, সাংবাদিকতা পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম বার্তা সম্পাদক, সময়ের আলো ও জাগো নিউজের প্রতিনিধি শরীফুল ইসলাম সাংবাদিকতা পুরস্কারে ভূষিত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতাই পারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের সম্মাননা ও পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিক শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক, সনদ তুলে নগদ অর্থ দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন প্রেসক্লাব সদস্য সন্তানদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারি ২০২৬