চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার পেলেন দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক

‘অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে সম্পন্ন হলো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতা পুরস্কার- ২০২৪’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম। তিনি সাংবাদিকতা পুরস্কার ২০২৪ এর একজন অন্যতম বিজয়ী সাংবাদিক।

‘অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে সম্পন্ন হলো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে ‘সাংবাদিকতা পুরস্কার- ২০২৪’ পুরস্কার প্রদান অনুষ্ঠান। ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত এর সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

এম ফরিদুল ইসলাম ২ যুগেরও অধিক সময় ধরে সাংবাদিকতার সাথে জড়িত। তিনি ইতিপূর্বে সাংবাদিকতার জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৯৪ সালে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্বরচিত গল্প লেখা প্রতিযোগীতায় বিজয়ী হয়ে জাতীয় কবি শামসুর রাহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ২০০৭ সালে বাংলা একাডেমীর অমর একুশে বই মেলায় “ফিরে দেখার দিন’ নামে একটি গল্পগ্রন্থ প্রকাশ করে করেন। তিনি একাধারে লেখক, কলামিষ্ট ও সাংবাদিক হিসেবে সর্বজন সমাদ্রিত। চাঁদপুর প্রেসক্লাব ঘোষিত প্রথমবারের মতো ২০২৪ সালের পুরস্কার প্রাপ্ত হয়ে চাঁদপুরের সাংবাদিকতা জগতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

স্টাফ রিপোর্টার,১০ জানুয়ারি ২০২৪

Share