চাঁদপুর প্রেসক্লাবের ২০২২ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি গিয়াসউদ্দিন মিলন (ফিনান্সিয়াল এক্সপ্রেস/দৈনিক মেঘনা বার্তা) ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস (গাজী টেলিভিশন/সংবাদ প্রতিদিন)।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ), সহ-সভাপতি সোহেল রুশদী (বিজয় টিভি/দৈনিক চাঁদপুর খবর), লক্ষ্মণ চন্দ্র সূত্রধর (দেশ টিভি/ভোরের কাগজ), এএইচএম আহসান উল্লাহ (দৈনিক চাঁদপুর কণ্ঠ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টিফোর/যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), আলম পলাশ (প্রথম আলো), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন (চ্যানেল আই), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), ইব্রাহিম রনি (ঢাকা ট্রিবিউন), এম এ লতিফ (আমাদের সময়), কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ), প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ (যমুনা টেলিভিশন/দৈনিক শপথ), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক শওকত আলী (আলোকিত বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ (সময় টেলিভিশন/কালের কণ্ঠ), সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), সমাজকল্যাণ সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক (সাপ্তাহিক আমাদের অঙ্গীকার), আপ্যায়ন ও বিনোদন সম্পাদক তালহা জুবায়ের (ডিবিসি নিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ (দৈনিক চাঁদপুর প্রবাহ)।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন- কাজী শাহাদাত (দৈনিক চাঁদপুর কণ্ঠ), অধ্যক্ষ জালাল চৌধুরী (জনকণ্ঠ), গোলাম কিবরিয়া জীবন (ইত্তেফাক/বিটিভি), শহীদ পাটোয়ারী (দৈনিক চাঁদপুর বার্তা), বি এম হান্নান (ইনকিলাব), শরীফ চৌধুরী (আরটিভি), ইকবাল হোসেন পাটওয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), আলহাজ ওচমান গনি পাটওয়ারী (দৈনিক মেঘনা বার্তা), মির্জা জাকির (যুগান্তর), মুনির চৌধুরী (দিনকাল), অ্যাড. শাহজাহান মিয়া (চাঁদপুর দিগন্ত), আব্দুর রহমান (দৈনিক চাঁদপুর সংবাদ), জি এম শাহীন (দৈনিক মেঘনা বার্তা), ওমর পাটওয়ারী (দৈনিক চাঁদপুর প্রবাহ), রোকনুজ্জামান রোকন (দৈনিক অনুপমা/দৈনিক চাঁদপুরজমিন), মোশারফ হোসেন লিটন (সাপ্তাহিক চাঁদপুর সকাল), সেলিম খান (দৈনিক চাঁদপুর বার্তা)।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৫ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur