চাঁদপুর

চাঁদপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবছরের ন্যায় এবারো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল বৃহস্পতিবার (৭ জুন) বৃহস্পতিবার ২১ রমজান প্রেসক্লাবের নিচতলায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে চাঁদপুরের বিচারক বিভাগ, প্রশাসনিক, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার পূর্বক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদজ্ঞাপন করে শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মির্জা জাকির।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহা পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক সিনিয়র সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেন, অতিরিক্ত চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ, যুগ্ম জেলা জজ মিজানুর রহমান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সফিউল আজম ও কফিল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জামাল হোসেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনএসআই এর উপ-পরিচালক এবিএম ফারুক, জেলা আনসার বিডিপির কমন্ডেন্ট আজিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কায়সার আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিষেক দাস, সহকারি কমিশনার মারুফা সুলতানা হিরামনী, মো. মাহাবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক আহŸায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর চেম্বাব অব কমার্সের সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন, সাবেক সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল, বসুন্দরা গ্রæপের উপদেষ্টা খাজা আহমাদুুুুুুুুুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুইয়া, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মাহমুদুর নবী মাসুম, সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত, সামজ সেবক মোহাম্মদ আলী জিন্নাহ, ওমর পাটওয়ারী, অ্যাড. সাইফুদ্দিন বাবু।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মাদ হোসেন খান, আধ্যাপক আহসানুজ্জামান মন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, জালাল চৌধুরী, শাহ মো. মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী ও শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী ও জিএম শাহীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, সিনিয়র সাংবাদিক অধ্যাপক দেলোয়ার আহমেদ, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক আব্দুর রহমান, ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক আলোকিত চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, চাঁদপুর জমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আলম, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ চাঁদপুর প্রেসক্লাবের সকল পর্যায়ে সম্মানিত সদস্য এবং চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইক্টেনিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ।

ইফতাপূর্বক দোয়া মহাফিল পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের প্রেশ ইমাম মাওলানা আব্দুস সালাম। ইফাতার মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

Share