চাঁদপুর প্রেসক্লাবের ২০১৬ বর্ষের নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে চাঁদপু টাইমস-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
গত ২৪ ডিসেম্বর চাঁদপুরের সাংবাদিক সমাজের ঐক্যের প্রতীক চাঁদপুর প্রেসক্লাবের ২০১৬ বর্ষের নবগঠিত কার্যানির্বাহী কমিটির সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ ৩৩ সদস্য বিশিষ্ট কার্যানির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।
চাঁদপুর প্রেসক্লাব স্থানীয় ও জাতীয় গণমাধ্যম সাংবাদিকদের প্রাণকেন্দ্র। বিগত সময়েও এ প্রতিষ্ঠানটি সাংবাদিক সমাজের পাশাপাশি কলম সংগ্রামে সমাজের প্রতিটি মানুষের হয়ে কাজ করে আসছে।
চাঁদপুর টাইমস আশা করে বর্তামান কমিটিও সব সাংবাদিককে সাথে নিয়ে আগামী দিনেও সব গণমাধ্যমের হয়ে সুস্থ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেস্ক ।। আপডেট : ০৬:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur