চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানবিক ও সেবামূলক কাজ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ প্রেসক্লাবের নেতারা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এ সময় জেলা প্রশাসক বলেন, চাঁদপুর প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে, তা মহতি উদ্যোগ। যারা শীতবস্ত্র পাচ্ছেন, আপনারা নিজ নিজ থেকে সবার জন্য দোয়া করবেন।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, বর্তমান কমিটির সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক ইব্রাহিম রনি, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল সালাম আজাদ জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য মুনির চৌধুরী, আব্দুল আউয়াল রুবেল, মনোয়ার কাননসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ৯ জানুয়ারি ২০২৪

Share