স্টাফ করেসপন্ডেন্ট | আপডেট: ০৮:০৯ অপরাহ্ণ, ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার
চাঁদপুরের পুরো আটটি উপজেলার সাংবাদিকদের শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংবাদিক সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করা হয়।
ওইদিন সকালে শহরের প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ ও সংবর্ধনার আয়োজন করা হয়।
সাংবাদিক নেতা কাজী শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক শংকর চন্দ্র দে।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক রহিম বাদশার উপস্থাপনায় এ সময় সভাপতির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, “আজ চাঁদপুরের পুরো আটটি উপজেলার সাংবাদিকদের নিয়ে যে সাংবাদিক সমাবেশ ও সংবর্ধনার শুরু হয়েছে তাতে আমাদের যাত্রা শুরু। আশা করি পরবর্তীতে যারাই প্রেসক্লাবের দায়িত্বে আসবেন, তারা এই ধারা অব্যাহত রাখবেন। যাতে আমরা আমাদের ঐক্য ধরে রাখতে পারি।”
এ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিলের দাবি করেছেন চাঁদপুরের সাংবাদিকরা।
সমাবেশে বক্তারা আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়ে বক্তরা বলেন, এই আইনের মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক সাংবাদিককে নিগৃহীত পর্যন্ত করা হয়েছে।
এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, রুগ্ন সংবাদমাধ্যমগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান, সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের জন্য বেতন রোয়েদাদ বোর্ড কার্যকর করার জোর দাবিও জানান তারা।
সমাবেশে চাঁদপুর শহরে কর্মরত গণমাধ্যম কর্মীরা ছাড়াও জেলার আট উপজেলার দেড়শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক বি এম হান্নান প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যাম চন্দ্র দাস, হাজীগঞ্জের এসএম চিশতি, কচুয়ার রাকিবুল হাসান, চাঁদপুর সদরের কেএম মাসুদ, শাওন পাটওয়ারী, গোলাম সরওয়ার সেলিম, প্রবীর চক্রর্ব্তী, নূরনবী নোমান, মামুনুর রশিদ পাঠান, মহীউদ্দিন আল আজাদ, মাইনুল ইসলাম কাজল, আমান উল্যাহ আমান প্রমুখ।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক আবদুর রহমান, দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, দৈনিক মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর কণ্ঠের যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।
সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ সফিকুর রহমানকে সংবর্ধনা জানানো হয়।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
