চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্যদের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন আজীবন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, আজীবন সদস্য তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, রোটা. মোহাম্মদ আলী জিন্নাহ, রোটা. আলহাজ মোশাররফ হোসেন, জামাল হোসেন, এমআই মমিন খান, হাজি লতিফ তপাদার, রোটা. শবে বরাত সরকার, রোটা. গোপাল সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চাঁদপুর প্রেসক্লাবের সব ধরনের সদস্যরা মিলেই প্রেসক্লাব পরিবার। প্রেসক্লাবের সদস্যদের সুখে-দু:খে সবাই পাশে আছি ও থাকবে। সম্মিলিতভাবে প্রেসক্লাবকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস ও আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক একে আজাদ, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।
স্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur