Home / চাঁদপুর / প্রশিক্ষিত যুব উন্নয়নের পক্ষে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
প্রশিক্ষিত যুব উন্নয়নের পক্ষে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

প্রশিক্ষিত যুব উন্নয়নের পক্ষে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর জেলা প্রশিক্ষিত যুব উন্নয়ন আহবায়ক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নবগঠিত কমিটির আহবায়ক শেখ মহসিনের নেতৃত্বে অন্যান্য সদস্যগণ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব গিয়াস উদ্দিন নান্নু, সদস্যগণের মধ্যে অহিদুর রহমান উৎপল, মো. কামাল খান, মোক্তার খান, খোরশেদ মিয়াজী, সুমন মিয়াজী, মো. ফয়েজ উল্লাহ খান রতন, হায়দার আলী ও মোবারক খান।

শুভেচ্ছাপর্ব শেষে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘আপনারা যদি স্বেচ্ছায় কাজ করতে চান, তাহলে আমাকে ১০ সদস্য বিশিষ্ট ১০ কমিটি দিবেন। আমি আপনাদেরকে কাজ দিবো। এর মধ্য দিয়ে চাঁদপুরবাসী জানতে পারবে যুবকরা সব পারে, অন্যায়ের বিরুদ্ধে ন্যয়ের পক্ষে চলতে।’

শামছুল আলম, করেসপন্ডেন্ট

আপডেট: ০১:৪৫ পিএম, ১9 নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ