চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় রোববার (০৩ জুলাই) রাত সাড়ে ১০ টায় গর্তে পড়ে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সিলেটের জাফরাবাদ থেকে চাঁদপুর সরকারি কলেজ শেখ হাসিনা ছাত্রী নিবাস ভবনের কাজের জন্য পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮১০৫৩) প্রফেসর এলাকায় এসে গর্তে আটকে যায়। এতে করে দু’পাশের ছোট প্রকৃতির সকল যানবাহন আটকে যায়। এতে ওই এলাকার বাসিন্দাসহ পথচারীরা ভোগান্তিতে পড়েন।
ট্রাকটির চালক চান মিয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘মাল নিয়ে চাঁদপুরে আসার পর, গলির ভেতরে ঢোকানোর জন্য কর্তৃপক্ষ বলেছে। ভেতরে ট্রাকটি নিতে গিয়ে গর্তে আটকে যায়।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা হয়নি তবে ট্রাকটি থেকে পাথরগুলি সরিয়ে নেয়া হচ্ছে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ এএম, ৪ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur