Monday, 18 May, 2015 04:52:11 AM
স্টাফ করেসপন্ডেন্ট:
চাঁদপুর প্রফেসর পাড়ায় ১০ বোতল ফেন্সিডেলসহ ২ যুবককে আটক করে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনা ঘটেছে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সঙ্গিয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, চাঁদপুর প্রফেসরপাড়া এলাকায় ছিদ্দিক মোল্লার ছেলে মনির আর লতিফের ছেলে জসিম ১০ বোতল ফেন্সিডেল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসলে জনগণ বুঝতে পেরে তাদেরকে ধাওয়া দেয়।
পরে তাদের আটক করে গণধোলাই দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। পরে পুলিশ এসে ঘটনস্থল থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
রোববার তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।