স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুর প্রফেসরপাড়া মাঝি বাড়ি এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে হারুন মাঝির স্ত্রী নার্গিস (৪০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে নিজ বাড়ির পুকুরে।
জানা যায়, নার্গিস প্রতিদিনের মত বাড়ির কাজ করে পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ যাবত পুকুর থেকে গোসল করে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে। পরে পুকুরের পাড়ে নার্গিসের কাপড় ভাসতে দেখে বাড়ির লোকজন পানি থেকে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যায়। নার্গিসের কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির লোকজন চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করে।
আপডেট: বাংলাদেশ সময় ১১:০১ অপরাহ্ন, ২১ জুন ২০১৫, রোববার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur