বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চাঁদপুর জেলা ও পৌর শাখার সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে ৭নং ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মৎস্যজীবী দল চাঁদপুর পৌর শাখার এক সাংগঠনিক সিদ্ধান্তে ৫ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী ও সাধারণ সম্পাদক মোঃ হানিফ বকাউলের যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে মোঃ সিরাজুল হক প্রধানিয়াকে আহ্বায়ক এবং মোঃ ওসমান গনীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন, মোঃ ছিদ্দিক খাঁন এবং জাহাঙ্গীর হাওলাদার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর ও হাইমচর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া সহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে মৎস্যজীবী দলকে সুসংগঠিত করার লক্ষ্যেই তারা কাজ করে যাবেন। এই কমিটি ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৯ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur