বাংলাদেশ আওয়ামী তাঁতী লীগ চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড কমিটি গঠনকল্পে আলোচনা সভা শুক্রবার (২৯ জুলাই) বিকেলে পুরাণবাজার রঘুনাথপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী।
চাঁদপুর পৌর তাঁতী লীগের সভাপতি মো. রোকন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর শেখ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈমুর হাসান টিপু দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোকলেছ মল্লিক, দপ্তর সম্পাদক কাদির বেপারী, উপদেষ্টা মফিজ বেপারী, পৌর আওয়ামী লীগ নেতা স্বপন দেওয়ান, সদর থানা তাঁতী লীগের সভাপতি হুমায়ুন কবির বেপারী, সাধারণ সম্পাদক রফিক মুন্সি, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, পৌর তাঁতী লীগের সহ-সভাপতি আমির হোসেন খান, ইউনুছ মাঝি, যুগ্ম সম্পাদক মো. রমিজ পাটোয়ারী (স্বর্ণকার), উপ-সম্পাদক হারুন মাঝি, সাংগঠনিক সম্পাদক মো. আলী মাস্তান।
সভায় সর্বসম্মতিক্রমে মো. রাজু সরদারকে আহ্বায়ক ও শাহাদাত গাজী, রিপন সরদার, শাহীন গাজী, স¤্রাট খান, নাছির গাজী, বর্ষা গাজীকে যুগ্ম আহ্বায়ক ও লিটন সরকারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিকে আগামি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেন পৌর তাঁতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় জেলা, পৌর ও সদর উপজেলাসহ ওয়ার্ড তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur