বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চাঁদপুর জেলা শাখার আওতাধীন পৌর শ্রমিকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিকদল চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া কর্তৃক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পত্রে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলা শ্রমিকদলের গত ২২ অক্টোবর সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী চাঁদপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটি অনিবার্য কারণে বিলুপ্ত করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে পৌর কমিটির কার্যক্রম নেই। সংগঠনকে গতিশীল করতে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটি অনিবার্য কারণে বিলুপ্ত করা হয়েছে। শিঘ্রই সম্মেলনের মাধ্যমে পৌর শ্রমিক দলের কমিটি করা হবে।
স্টাফ রিপোর্টার/
১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur