Home / চাঁদপুর / চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
জাবেদ

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে ’ ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিদ‍্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের ভালো ফলাফল কামনা করে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। সহকারী শিক্ষক কবি ম. নূরে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ডি এম শাহজাহান, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্যাহ পাটোয়ার, সাধারণ সম্পাদক শহীদ ঢালী, ১১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সমাজসেবক আলাউদ্দিন ঢালী, আরিফুর রহমান, অভিভাবক প্রতিনিধি নয়ন ভুইয়া, ১০ নং ওয়ার্ড জামাতের ইউনিট সেক্রেটারি তুহিন আহমেদ মাইনু।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার তৌহিদা, সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস।

দোয়া অনুষ্ঠানে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসাইন।

বিদায় অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নানা পরামর্শ ও দিক-নির্দেশনা দেন। ২০২৫ সালে উক্ত বিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৮ এপ্রিল ২০২৫