সদ্য ঘোষিত চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরান বাজার বাকালি পট্টি এলাকায় এ আয়োজন করা হয়।
এতে চাঁদপুর পৌর বিএনপির আহ্বায় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় হাজী শাহজালাল শেখ এবং সদস্য নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম নজু বেপারী, শহিদুল ইসলাম মক্কু ছৈয়ালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, বিএনপি নেতা শফিক মিজি, ওয়ার্ড যুব দলের আহবায়ক রফিক মিজি, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মুক্তার হোসেন মক্কু বেপারী, ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল খান, বাবুল বেপারী, যুবদল নেতা মোঃ সেলিম প্রধানিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রানা, মোঃ আফসার, মোঃ ফরিদ, ওয়ার্ড ছাত্রদল নেতা নাজমুল হাসান বেপার, সৌরভ বেপারী, জুম্মন আহমেদ, রবিন গাজী, ইমন ভূঁইয়া, সোহেল বেপারী, রিপন খান, সজিব খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক আয়োজনের ছিলেন, চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহাগ বেপারী।
স্টাফ রিপোর্টার, ২৯ জানুয়ারি ২০২৫