Home / চাঁদপুর / চাঁদপুর পৌর বিএনপির কমিটি অনুমোদন
চাঁদপুর পৌর বিএনপির কমিটি অনুমোদন

চাঁদপুর পৌর বিএনপির কমিটি অনুমোদন

আহবায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম, যুগ্ন-আহবায়ক আক্তার হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর পৌর আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমদ মানিক স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন অ্যাড. সলিম উল্যা সেলিম ও যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন মাঝি। ঘোষিত ৭১ সদস্য কমিটিতে ১৮ জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। অন্যান্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

অপর যুগ্ম-আহ্বায়করা হলেন, সেলিমুছ সালাম, অ্যড. হারুনুর রশিদ, দেওয়ান আরশাদ আলী, শাহজালাল মিশন, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, ডি.এম শাহজাহান, নজরুল ইসলাম নাজু বেপারী, ফরিদ আহমদ বেপারী, মহসিন মজুমদার লিটন, নুরুল আমিন খান আকাশ, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, ফয়সাল আহমেদ বাহার, মোস্তফা মাল, আবদুল কাদের বেপারী, শরীফ উদ্দিন পলাশ, কাইয়ুম খান, জোহরা আনোয়ার হীরা ও শাহানারা শানু।

উক্ত আহ্বাক কমিটি আগামী ১ মাসের মধ্যে সব ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে জেলা কমিটির কাছে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি ।।  আপডেট: ০৮:৫০ পিএম, ১৪ নভেম্বর ২০১৫,শনিবার

ডিএইচ