চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সর্বশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায় নতুন বাজারস্থ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়ের সেজুতি এন্টারপ্রাইজে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয়ের পরিচালনায় শেষ প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে কয়েকটি এলএডি টিভি স্হাপন করা হবে। যাতে ভক্তরা দূর থেকে বিসর্জনের অনুষ্ঠান দেখতে পারে। পৌর এলাকার ৩৪ টি পূজা মণ্ডপে সম পরিমান অর্থ দিবে চাঁদপুর পৌরসভা থেকে। তাছাড়া পৌর এলাকার পূজা মণ্ডপ গুলো পৌরসভা থেকে পরিস্কার পরিচ্ছন্নতা করা হবে।পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবিন্দ পূজার একদিন মেয়রকে সাথে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করা হবে।পুরান বাজারেও এলএডি টিভি স্হান করা হবে।পূজার যে কোনো এক দিন অসহায়দের মাঝে খাবার বিতরন করার ব্যবস্হা গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, সহ সভাপতি সুভাষ সাহা, অ্যাডঃ বিশ্বজিত কর রানা, চন্দন দে, সেন্টু সাহা, যুগ্ম সম্পাদক কার্তিক চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক অমিত সাহা রাজীব, অর্থ সম্পাদক মানিক সূত্রধর, সহ অর্থ সম্পাদক শুভ রায়, দপ্তর সম্পাদক রাজু দে, সহ দপ্তর সম্পাদক অভি ঘোষ, প্রচার সম্পাদক শুসান্ত ঘোষ, গণসংযোগ সম্পাদক রাম দাস, সহ গ্রন্হানা ও প্রকাশনা সম্পাদক রুদ্র দে, সহ সমাজ কল্যান সম্পাদক রাজীব নন্দি, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক দীপ চন্দ্র গুহ, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা, পূজা সম্পাদক পীযুষ চক্রবর্তী, কার্যকরী সদস্য উজ্জ্বল ঘোষ, সুদীপ্ত দত্ত মন্টি, রনি দাস, অনিক চন্দ্র দে, রাজীব দাস, সজল সরকার পিকি, অনিক লোধ, তপন হিরজন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১১ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur