চাঁদপুর প্রেসক্লাবের ২০১৭ সালের কার্যকরী কমিটির পঞ্চম সভা বৃস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় ।
প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জি এম শাহীন এর পরিচালনায় এতে কার্যকরী কমিটির প্রায় সকল সদস্য অংশ নেন ।
সভায় মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য গোলাম কিবরিয়া জীবন, শাহ মোঃ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, বি এম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কার্যকরী কমিটির সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহসভাপতি গিয়াসউদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী, সহ সভাপতি পার্থনার্থ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, মুনির চৌধুরী, আল ইমরান শোভন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন লিটন, মোর্শেদ আলম, আলম পলাশ, কোষাধ্যক্ষ এম এ লতিফ, প্রকাশনা সম্পাদক মাহবুর রহমান সুমন, আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ওমর পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, আন্তর্জাতিক সম্পাদক রিয়াদ ফেরদৌস সাংস্কৃতিক সম্পাদক শরীফ মোঃ আশ্রাফুল হক, প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম রনি, লাইব্রেরী সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ ।
সভায় প্রেসক্লাবের বিগত দিনে উন্নয়ন মুলক কাজ এবং আগামি দিনের উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে ব্যাপক আলোচনা এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় । সেই সাথে সাংবাদিকদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০ : ০৩ পিএম, ২২ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur