চাঁদপুর

চাঁদপুর পৌর নির্বাচন ১০ অক্টোবর : ভোটার ১ লাখ ১৭ হাজার

চাঁদপুর পৌর নির্বাচনের তারিখ চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন। লেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে আগামি ১০ অক্টোবর শনিবার চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনের উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ অক্টোবর শনিবার ভোটগ্রহণ। ঐদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁদপুর পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৮ শ’৮৬ জন । এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯ হাজার ২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫৮ হাজার ৮ শ ৫৯ জন । ১৫ ওয়ার্ডে ভোট কেন্দ্র ৫২টি ।

বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন। বর্তমানে স্ব-স্ব প্রার্থীরা মানসিক প্রস্তুতি গ্রহণ করে নমিনেশন ফর্ম গ্রহণে তৎপর হয়ে ওঠছেন।

আবদুল গনি ,৭ সেপ্টেম্বর ২০২০

Share