Home / চাঁদপুর / চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
চাঁদপুর পৌর নির্বাচনে

চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির একক প্রার্থী হতে দলীয় মনোনয়ন আবেদন ফরম জমা দেয়ার সময় শেষ হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ দিনে দলীয় মনোনয়ন আবেদন ফরম জমা দিয়েছে ৪ সম্ভাব্য প্রার্থী। এরা হলেন, জেলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস হাজী মোশারফ হোসাইন, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

৭ সেপেটম্বর মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা উৎসবমুখর পরিবেশে আলাদা আলাদাভাবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় ফরম বিতরণ কমিটির কাছে আবেদন ফরম জমা দেন। মনোনয়ন আবদন ফরম জমা নেয়ার দায়িত্বে থাকা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মনির চৌধূরী, খলিলুর রহমান গাজীসহ সিনিয়র নেতৃবৃন্দ।

বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। এসময় জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর সন্ধ্যা ৬টায় মনোনয়ন আবেদন ফরম জমা দেন জেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাক শাহনেওয়াজ খান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মিন্টু দেওয়ান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন বেপারী, সাধারণ সম্পাদক রহমান মিয়াজী, পৌর কৃষক দলের সভাপতি সহিদ ফারুক, কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের বড় ভাই ও জেলা স্বেচ্ছাসেদক দলের নেতা কাজী নজরুল ইসলাম সোহেল, বন্ধু ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আজম খান দিদার।

সবশেষ মনোনয়র আবেদন ফরম জমা দেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এসময় তাদের সাথেও দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।

দলীয় মনোনয়ন আবদন ফরম জমা নেয়ার দায়িত্বে থাকা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু জানান, চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়ে প্রার্থী হিসেবে আজকে বিএনপির দলীয় মনোনয়ন আবেদন পত্র জমা দেয়ার শেষ দিন ছিল। ইতিমধ্যে যে ৪ জন নেতা দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন, তারা প্রত্যেকেই নির্ধারিত সময়ে ফরম জমা দিয়েছেন।

এরপর মনোনয়নপ্রত্যাশীর নেতৃবৃন্দদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে। তারপরেই জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে বিএনপি’র একক প্রার্থী নাম ঘোষণা করা হবে।

প্রতিবেদক:আশিক বিন রহিম