আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী নির্বাচনে বেশ ভেবে-চিন্তে পথ এগুচ্ছে জেলা বিএনপি। প্রায় দেড়যুগ পৌরসভা মেয়র থেকে বঞ্চিত দলটি একক প্রার্থী নির্ধারণ বেশ ঘাম জড়াচ্ছে। চর্তুরদিক থেকে ঐক্যব্ধ এবং শক্তিশালী সরকার দলীয় প্রার্থীর বিপরীতে একক প্রার্থী নির্বাচনে চুলছেঁড়া বিশ্লেষণে রয়েছে বিএনপির নীতিনির্ধারকগণ।
কারণ সদ্য প্রয়াত বিএনপির মনোনিত একক প্রার্থী ব্যপক জনপ্রিয় নেতা শফিকুর রহমান ভুইয়ার স্থলে জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা সম্পন্ন প্রার্থীকে মনোনয়ন দিতে আগ্রহী দলটি।
এ নির্বাচনে একক প্রার্থী নির্ধারণে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক অনু্ষ্ঠিত হয়। চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত।
জেলা বিএনপির একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বৈঠকের শুরুতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নিজেদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনা করেন। তারা সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রার্থী নির্ধারণসহ নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা করেন। এরপর দলীয় মনোনয়ন প্রত্যাশী চার প্রার্থীর সাক্ষাত নিয়ে তাদেরকে নিজেদের মধ্যে আলোচনা করার জন্যে সুযোগ দেন। যার উদ্দেশ্য হলো চার প্রার্থী নিজেরা আলোচনা করে একজনকে মনোনিত করা। তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে সক্ষম হলেই ১১ সেপ্টেম্বর বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করার কথা রয়েছে।
সূত্রটি আরো জানায়, চার প্রার্থী নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে, আগামীকাল তৃণমূলের ভোট বা মতামত নেয়া হবে। সেখানেও সিদ্ধান্ত নিতে না পারলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের দিকেই চেয়ে থাকতে হবে। সে ক্ষেত্রে কে হচ্ছেন বিএনপির একক প্রার্থী তা জানতে আগ্রহী ভোটারদের অপেক্ষা করতে হবে ১৩ কিংবা ১৪ সেপ্টেম্বর।
বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ।
পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী চার নেতা হলেন, জেলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস হাজী মোশারফ হোসাইন, চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
প্রতিবেদক: আশিক বিন রহিম,১০ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur