আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমানের প্রতি জেলা জাসদের সমর্থন জানিয়ে এক বার্তায় চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী শিকদার এবং সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার বিবৃতি প্রদান করেছেন।
নেতৃবৃন্দ বলেন , চাঁদপুর জেলা জাসদের অঙ্গ সংগঠন যথা – নারী জোট , যুবজোট , শ্রমিক জোট ও বাংলাদেশ ছাত্রলীগ এর সকল নেতা-কর্মী ও সমর্থকদের চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের অ্যাডভোকেট জিল্লুর রহমানের প্রতি সমর্থন দানের জন্য আহবান জানান এবং তাঁর পক্ষে কাজ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন ।
জেলা জাসদের নতুন বাজার কার্যালয়ের এক তথ্যে রোববার ৪ অক্টোবর এক তথ্যে জানানো হয়েছে ।
করেসপন্ডেন্ট , ৪ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur