চাঁদপুর

চাঁদপুর পৌর নির্বাচনে আচরণবিধি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত রুটিন মোতাবেক ৭ অক্টোবর বেলা ৪ টার পর আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি নিয়ন্ত্রণ বিষয়ক ভ্যাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে । প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম থাকে ।

চাঁদপুর জেলা প্রসাশনের জিএম শাখা থেকে বুধবার ৭ অক্টোবর এ তথ্য জানা গেছে । তবে আচরণবিধি নিয়ন্ত্রণ বিষয়ক ভ্যাম্যমাণ আদালত পরিচালনা আজই শেষ বলে জানানো হয়েছে। কেননা ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন হচ্ছে ।

জেলা প্রশাসনের নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। নির্বাচনে প্রতিদিন ওয়ার্ড ভিত্তিক নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণ করছেন এবং রাজনিৈতক পার্টির প্রার্থীর সমর্থকদেরকে সতর্ক করে দিচ্ছেন বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ হলেন: নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উজ্জ্বল হোসেন , নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান মানিক ও সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো.ইমরান হোসাইন সজীব । তবে কোনো জেল-জরিমানার তথ্য পাওযা যায নি।

আবদুল গনি , ৭ অক্টোবর ২০২০

Share