চাঁদপুর পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা শুক্রবার (৩ আগস্ট) বিকেলে মিশন রোডস্থ পৌর জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখনে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আঃ লতিফ শেখ।
তিনি বক্তব্যে বলেন জাতীয় পার্টি একটি উন্নয়ন মুখী ও সু-শৃঙ্খল দল। আগামী নির্বাচনে বাংলার মানুষ হুসাইন মুহাম্মদ এরশাদকে জাতীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এদেশের মানুষের কষ্ট মুছে দিতে এরশাদ সরকারের বিকল্প নেই। উন্নয়ন যদি কোন সরকার করে থাকে তাহলে হোসেন মোহাম্মদ এরশাদই করেছে। ইনশাআল¬াহ আগামী নির্বাচনে জাতীয় ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষের জন্য কাজ করবে আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ।
তিনি আরো বলেন এরশাদের আমলে সারা বাংলাদেশে ব্রিজ, কালবাট, খাদ্যের বিনিময়ে রাস্তাঘাট তৈরী হয়েছে। এরশাদের বিকল্প এদেশে কোন নেতা নেই। তাই সোনার বাংলা গড়তে এরশাদের দরকার।
দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে এরশাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক সফিউল আজম শাহাজাহান, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ মহসীন খান, যুগ্ম-আহ্বায়ক মাও. জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির সদস্য শাহাজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা কৃষক পার্টির সভাপতি মমতাজ উদ্দিন মন্টু গাজী, সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, জেলা যুবসংহতির আহ্বায়ক মো. ফেরদৌস খান, যুবসংহতি নেতা গোলামুন্নবী লিটন, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব ওমর ফারুক অভি।
এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম খান, গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মিজানুর রহমান দর্জি, কোরবান আলী বেপারী, পরিবেশ বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মো. ছামাদ, সদস্য মিজানুর রহমান গাজী, যুবসংহতি নেতা শাহীন বেপারী, মোজাম্মেল হোসেন মারুফ, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিএম ওমর ফারুক, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক চেন্টু বেপারী,
৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিক মিজি, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মিজি, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদ মো. কামরুল ইসলাম, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালু, সদস্য মনির তালুকদার, ১১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির বেপারী,
১২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট (অবঃ) আবু তাহের গাজী, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি বিল্লাল গাজী, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি রেজ্জাক গাজী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. বাচ্চু মোল্লা, ওয়ার্ড যুবনেতা মো. মনির হোসেন, গুচ্ছগ্রাম অঞ্চল কমিটির লিটন গাজী, মো. মহসীনসহ জেলা, পৌর, সদর উপজেলা, ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি