চাঁদপুর পৌর সভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সির ও আসন্ন পৌর নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু ইউসুফ খান বাহাদুর মৃত্যুবরণ করেছেন (ইন্না….রাজিউন)। পরিবার সূত্রে জানায় ২০ মার্চ শুক্রবার বিকেলে তিনি অসুস্থ অনুভব করলে পরিবরের সদস্যরা তাকে চিকিৎসার জন্যে ঢাকা নেয়ার পথে বিকেল সাড়ে ৪ টার দিকে নেয়ার পথে মারা যান।
সম্প্রতি স্থগিত হওয়া চাঁদপুর পৌর সভা নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা ছিলেন।
প্রসঙ্গত, গেলো ১৩ মার্চ পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী শফিকুর রহমানের মৃত্যুজনিত কারণে মেয়র পদে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে কাউন্সিলর দাবির প্রেক্ষিতে গেলো ১৬ মার্চ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুরো নির্বাচন স্থগিত হয়।
এদিকে খান বাহাদুর -এর তার মৃতুতে তাৎক্ষণিক শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রতিবেদক : আশিক বিন রহিম, ২০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur