চাঁদপুর পৌর কর্মচারী সংসদের শেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার পৌর কর্মচারী সংসদের নিজস্ব ভবনে সভায় সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার।
চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন, কোষাধ্যক্ষ মো.বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল কাদির ঢালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মনিরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনায়েত উল্যাহ বেপারী, ক্রীড়া সম্পাদক মো.এমদাদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক মো. ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক বদিউল আলম, মহিলা সম্পাদিকা আফরোজা খানম, সহ-মহিলা সম্পাদিকা নুরুন নাহার, কার্যকরী সদস্য মো.রাফি রাসেল, শাহাজাদী হ্যাপী, আ.কাদের মিয়া, মো.শাহাদাৎ হোসেন, আ. কাদির গাজী।
চাঁদপুর পৌর কর্মচারী সংসদের শেষ মাসিক সভায় সংগঠনের উপদেষ্টারা, বিভিন্ন শাখা প্রদান ও ১৯২ জন সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বেশ কিছু সিধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের মধ্যে ছিলো- চাঁদপুর পৌর কর্মচারী সংসদের মেয়াদ ২৮ অক্টোবর শেষ হবে। সংসদের আগামী নির্বাচন বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২১ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur