চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের নতুন ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালে শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ সিভিল সার্জন কার্যালয়ের পাশে পৌরসভা কর্মচারী সংসদের নতুন ভবনের কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.মো. শাখাওয়াত উল্লাহ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দৌহা,প্যানেল মেয়র ছিদদ্দিকুর রহমান ঢালী, সাবেক কাউন্সলর মাহফুজ বেপারী, চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশীদ সর্দার, সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মনিরুজ্জামান মানিকসহ চাঁদপুর পৌরসভা ও পৌরসভার অন্যান্য সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত,চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের দীর্ঘদিনের দাবী ছিলো এ ভবনটি। গতকাল বৃহস্পতিবার সকালে এ নতুন ভবনের কাজের উদ্বোধন হয়।
চাঁদপুর পৌরসভা কর্মচারী সংসদের ৬ তলা বিশিষ্ট্য ভবন তৈরি করা হয়। ৬ তলা ভবনের নিচ তলায় থাকবে মার্কেট, ২য় তলায় থাকবে ডায়াগনেস্টিক সেন্টার এবং ৩য় থেকে ৬ষ্ঠ তলায় থাকবে আবাসিক।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক, ২১ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur