চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয় টহল সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল চাঁদপুর সদর মডেল থানায় এ আয়োজন করা হয়। এসময় শতাধিক টহল সদস্যকে নতুন পাঞ্জাবী এবং খাদ্যসহায়তা হিসেবে চাল দেয়া হয়।
এরমধ্যে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদের পক্ষ থেকে নতুন পাঞ্জাবী এবং দেশের শীর্ষ করদাতা ও দানবীর হাজী মো. কাউছ মিয়ার পক্ষ থেকে যাকাতের চাল তুলে দেয়া হয়।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশীদ, কমিউনিটি পুলিশং অঞ্চল ৭ এর সাধারণ সম্পাদক সেলিম রেজা, অঞ্চল ৬ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান গাজী, বিশিষ্ট ব্যবসায়ী নেপাল সাহা, হাজী মো. কাউছ মিয়ার প্রতিনিধি দেলোয়ার হোসেন দর্জী।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২০ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur