চাঁদপুর

চাঁদপুর পৌর এলাকায় অটোবাইকের ভাড়া পুনঃনির্ধারণ তালিকা হস্তান্তর

চাঁদপুর পৌর ইজিবাইকের ভাড়া পুনঃ নির্ধারনের জন্য ইজিবাইক মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ পুনঃভাড়ার তালিকা সমিতির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন।

জানাযায়,বেশ কিছুদিন ধরে চাঁদপুর পৌর ইজিবাইকের সাথে সম্পৃক্ত সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পুনরায় ভাড়া নির্ধারন করা হয়।

তারই প্রেক্ষিতে রোববার (৩১ ডিসেম্বর+ সকালে পৌরসভা কার্যালয়ে ইজিবাইক মালিক সমিতির প্রধান উপদেষ্টা তাফাজ্জল হোসেন তাপু পাটওয়ারী ও সভাপতি নাছির উদ্দিনের কাছে পুনঃ ভাড়ার তালিকা হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইজিবাইক মালিক সমিতির সদস্য আলমগীর ঢালী, আবু তাহের, সাবেক কমিটির সাধারণ সম্পদক ফজলুল কাদের চৌধুরী , সহ সভাপতি সুমন গাজী, সদস্য নয়ন পাটওয়ারী, আল-আমিন পাটওয়ারী প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ

Share