Home / চাঁদপুর / চাঁদপুর পৌরসভা একটি সম্পদশালী প্রতিষ্ঠান: পৌর প্রশাসক
পৌরসভা

চাঁদপুর পৌরসভা একটি সম্পদশালী প্রতিষ্ঠান: পৌর প্রশাসক

চাঁদপুর শহরের ৫০ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বিপনিবাগ পৌর সুপার মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির অভিষেক ও পরিচিতি সভা এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বিকেলে বিপনীবাগ পৌর সুপার মার্কেট মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মোঃ জাকারিয়া।‌

তিনি বলেন, চাঁদপুর পৌরসভার অনেক সমস্যা রয়েছে। এখানে শিশুদের জন্য পৌরসভার কোন মাঠ নেই। প্রবীণদের জন্য হাঁটার কোন রাস্তা নেই। চাঁদপুর পৌরসভার নাগরিকদের ৫০ ভাগ চাহিদা পূরণ করতে পারছে না। কারন পৌরসভার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। অথচ চাঁদপুর পৌরসভা একটি সম্পদশালী প্রতিষ্ঠান। পৌরসভার অনেক সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশের অনেক পৌরসভার এমন সম্পদ নেই। এই সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না।

তিনি আরো বলেন, নাগরিক যেমন, জনপ্রতিনিধি তেমন হয়। আমরা সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি না। এজন্য আমাদের সমস্যা সমাধান হচ্ছে না। আমি অল্পসময়ের জন্য এখানে এসেছি। পৌর নাগরিকদের স্বস্তির জন্য কিছু করার চেষ্টা করছি। এজন্য আপনাদের সহযোগিতা দরকার। রাস্তাগুলো সংস্কার কাজ চলছে। যানজট নিরসনে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। তবে চেষ্টা করেও রাস্তায় পশে অবৈধ দখল মুক্ত করতে পারছি না। সকালে উচ্ছেদ করলে বিকেলে দখল হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায়, রাস্তার পাশে দোকান মালিকরা তার সামনের ফুটপাত ভাড়া দিচ্ছে। আইন মানার প্রবনতা কম।‌

পৌর প্রশাসক বলেন, বিপনীবাগ বাজার ৫০ বছরের পুরোনো। ধীরে ধীরে বাজারের সৌন্দর্য হারিয়েছে। মাছের বাজার রাস্তার উপর এসে গেছে। আমরা অনেক টাকা খরচ করে মাছ বাজার সংস্কার করেছি, কিন্তু কেউ সেটি ব্যবহার করে না। আমি মনে করি আপনাদের চিন্তার পরিবর্তন না হলে সমস্যা সমাধান সম্ভব নয়। বিপনিবাগ পৌর সুপার মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটি অনেক পুরোনো একটি সংগঠন। বাজারের সৌন্দর্য রক্ষায় আপনাদের অনেক ভূমিকা রয়েছে।

বিপনীবাগ পৌর সুপার মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার মোঃ ছফি উল্লাহর সভাপতিত্বে এবং উপদেষ্টা সাংবাদিক জিয়াউর রহমান বেলালের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীন। স্বাগত বক্তব্য রাখেন, বিপনিবাগ পৌর সুপার মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার সচিব ও ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর এর উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, বিপনিবাগ পৌর সুপার মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির উপদেষ্টা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, কমিটির উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম মিজি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমিটির, সহ সভাপতি মোঃ ফারুক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় বিপনিবাগ পৌর সুপার মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ জানুয়ারি ২০২৫