চাঁদপুর শহরের রহমতপুর কলোনী এলাকায় ড্রেনের উপর অবৈধভাবে নির্মিত একটি বসতবাড়ির বাউন্ডারি দেয়াল ভেঙ্গে দিয়েছে চাঁদপুর পৌরসভা কতৃপক্ষ। ২০ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়ার নির্দেশে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা রাবেয়া বেগমের মালিকানাধীন ৩৫ নং বাড়ির বাউন্ডারি দেয়ালটি ভেঙ্গে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর পৌরসভার সার্ভেয়ার নূর মোঃ গাজী হাসান ও মিজানুর রহমান।
সরেজমিনে গিয়ে জানা যায়, চাঁদপুর শহরের রহমতপুর কলোনী এলাকার ৩৫ নং বাড়ির মালিক রাবেয়া বেগম পৌরসভার ড্রেনের উপর জোরপূর্বক অবৈধভাবে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন। পৌরসভার ড্রেনের সংস্কার কাজ চলমান অবস্থায় নিয়মবহির্ভূতভাবে এমন বাউন্ডারি দেয়াল নির্মাণের বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসে। পরে ড্রেনের উপর দেয়াল নির্মাণ না করতে পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকবার মৌখিকভাবে বারণ করা হয়। তবুও বাড়ির মালিক রাবেয়া বেগম পৌরসভার নির্দেশ অমান্য করে প্রায় ১০ ফুট দেয়াল নির্মাণ করেন।
এ বিষয়ে চাঁদপুর সার্ভেয়ার নূর মো. গাজী হাসান জানান, চাঁদপুর পৌরসভার প্রশাসক স্যারের নির্দেশে দেয়ালটি ভেঙ্গে দেয়া হয়েছে। পৌরসভার নির্দেশ অমান্য করায় দেয়ালটি ভাঙ্গা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২০ নভেম্বর ২০২৪