Home / চাঁদপুর / চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১২-এর কার্যালয় উদ্বোধন
comunity anchol

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল ১২-এর কার্যালয় উদ্বোধন

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১২-এর কার্যালয় সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় শহরের বিপনীবাগ পৌর মার্কেটের ২য় তলায় উদ্বোধন করা হয়েছে।

নতুন এই কার্যালয়টি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। পরে ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটি এবং বিভিন্ন উপকমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এখন থেকে প্রতি বছর ২৮ অক্টোবর ভাব গাম্ভের্যের সাথে সারাদেশে কমিনিউটি পুলিশিং ডে উদযাপন করা হবে। আমরা এবার চাঁদপুর জেলায় এই দিনটি জমজমাটভাবে উদযাপন করতে যাচ্ছি। আমার প্রত্যাশা থাকবে চাঁদপুর জেলা শহরের অনুষ্ঠানটি ব্যাপক আলোড়ন করার জন্য সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে। এই অনুষ্ঠান সফল করার জন্য চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করছি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের পরিচালনা করেন। এতে সভা প্রধান ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক জি এম শাহাবুদ্দিন। এ সময় বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিংএর সাবেক সভাপতি ডা. এসএম শহিদুল্লাহ, উপদেষ্টা মোস্তাক হায়দার চৌধুরী, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফি খাইরুল আলম খোকন, চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালী উল্লাহ অলী, কমিউিনিটি পুলিশিং এর সিপিও মো. হারুনুর রশীদ, জেলা কমিটির কোষাধ্যক্ষ হাফেজ আহমেদ, প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, জেলা কমিটির সদস্য রহিম বাদশা, পৌর কমিউিনিটি পুলিশিং এর সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক সাহেদুল হক মোর্শেদ, সহ-সভাপতি জামাল হোসেন, পৌর কমিটির সদস্য জি এম শাহীন, সদর উপজেলা কমিউিনিটি পুলিশিং এর সভাপতি সালাউদ্দিন জীন্নাহ, সহ-সভাপতি শরীফ মোহাম্মদ আশ্রাফুল হক, রোটা. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন মৃধা, অঞ্চল-১২ এর সভাপতি নুর খান, সাধারণ সম্পাদক ডা. সফিউল্লাহ, সহ-সভাপতি অধ্যাপক মোশারফ হোসেন লিটন, অঞ্চল- ১ এর সভাপতি সিরাজুল ইসলাম মিজি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি চাঁন মিয়া মাঝি, অঞ্চল ১২ এর যুগ্ম সম্পাদক গোলাম মরতুজা আপেল চৌধুরী, প্রচার সম্পাদক মিজান লিটনসহ বিভিন্ন অঞ্চল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, কমিউিনিটি পুলিশিং ডে উদযাপন পরিষদের সদস্য এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : ২৮ অক্টোবর সকাল ৯টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গন জামায়াতের পর বর্ণাঢ্য র‌্যালি শিল্পকলা পর্যন্ত পদক্ষিন করবে। এরপর শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ৪:০৩ পিএম, ২৩ অক্টোবর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply