চাঁদপুর পৌরসভা সংস্কার করলো ‘পূর্ণয়’

নতুন উদ্যমে কাজ শুরু করে ‘পূর্ণয়’ সদস্য ও স্বেচ্ছাসেবীরা। স্বৈরাচার শাসনের পতনের পরবর্তী সময়ে ভাংচুর, অগ্নিকাণ্ডসহ নানান অরাজকতা দেখা দেয়। পূর্ববর্তী শাসকদের উপর জেদ ও ক্ষোভ থেকে জনতা নানান সরকারি সম্পদ বিনষ্ট করে। তন্মধ্যে চাঁদপুর পৌরসভার মুল অফিস উল্লেখযোগ্য। আগুন দেয়া, ভাঙচুর ইত্যাদি মেরামতের দায়িত্ব তুলে নেয় ছাত্রসমাজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পূর্ণয়’।

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলে তাদের নতুন পরিকল্পনা ‘রিফর্মিং চাঁদপুর’ এর। জ্বলন্ত ম্যুরাল পরিস্কার, ভাস্কর্য সংস্কার, গাছ লাগানো, শহর পরিস্কার ইত্যাদি এই প্রকল্পের অংশ।

ইতোমধ্যে চাঁদপুর প্রফেসর পাড়া থেকে মাঝি বাড়ি রোডে পরিস্কার কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আগামী দিনেও তাদের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি শহরবাসীকে তাদের এই সুন্দর উদ্যোগে পাশে থাকার আহ্বান ও সহযোগীদের ধন্যবাদও জানিয়েছেন তারা।

স্টাফ করেসপন্ডেট, ১৭ আগস্ট ২০২৪

Share