Home / ইভেন্ট / চাঁদপুর পৌর নির্বাচনে প্রিজাইডিং-পোলিংদের ইভিএম প্রশিক্ষণ শুরু
EvM
ফাইল ছবি

চাঁদপুর পৌর নির্বাচনে প্রিজাইডিং-পোলিংদের ইভিএম প্রশিক্ষণ শুরু

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম আজ শুক্রবার ২ অক্টোবর সকাল ১০ টায় চাঁদপুর সরকারি কলেজের শহীদ রাজু ভবনে অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবালয়ের যুগ্ন সচিব সচিব মোহাম্মদ ফরহাদ খান, নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো নুরুজ্জামান তালুকদর ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কমিশনার কমিশনের কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার ।

নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সরকারি স্কুল,কলেজ ও প্রাথমিক স্কুলের শিক্ষকদের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ইভিএম প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামি ৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে ।

আবদুল গনি , ২ অক্টোবর ২০২০