Home / চাঁদপুর / চাঁদপুর পৌরসভার সামনে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
পৌরসভার

চাঁদপুর পৌরসভার সামনে মালিক-শ্রমিকদের বিক্ষোভ

চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতি রেজি নং (১৭১২) এর ৭ বছর ধরে বন্ধ রয়েছে লাইসেন্স। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পৌরসভার সামনে মালিক-শ্রমিকরা বিক্ষোভ করে।

চাঁদপুর পৌর প্রশাসকের সাথে দেখা করতে গিয়ে তাকে না পেয়ে পৌরসভার নবনিযুক্ত সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় চাঁদপুর জেলা রিক্সা মালিক সমিতির সভাপতি মোঃ মজিবুর রহমান সুমন মস্তান বলেন, ২০১৭-১৮ সালের পরে চাঁদপুর পৌরসভা থেকে আমাদের কোন লাইসেন্স দেওয়া হচ্ছে না। ততকালীন ফ্যাসিস্ট সরকারের মেয়র চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ চাঁদপুর শহর থেকে রিক্সা বিতারিত করার জন্য আমাদের উপর যে ভাবে অত্যাচার জুলুম করেছেন, তা কোন সভ্য সমাজে হতে পারে না। তিনি আমাদের রিক্সা মালিকদের পেটে লাঠি মেরে ছিলেন। আল্লাহর গজবে তারা হারিয়ে গেছে।

তিনি বলেন, চাঁদপুর জেলায় রিক্সা মালিকের সংখ্যা প্রায় ২ হাজার। যদি রিক্সা বন্ধ করে দেওয়া হয় অথবা মালিক রেখে ড্রাইভারদের লাইসেন্স দেয়া হয়। তাহলে বেকার হয়ে পড়বে ২ থেকে আড়াই হাজার রিক্সা মালিক। ক্ষতিগ্রস্ত হবে তাদের পরিবারের ৯-১০হাজার মানুষ। তাই সকলদিক বিবেচনা করে রিক্সা মালিকদের লাইসেন্স দেওয়ার জন্য পৌরসভার কাছে অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, রিক্সা-ই একমাত্র বাহন যে বাহন সিঙ্গেল চলাচলে, রুগী পরিবহনে প্রায় সবধরনের রাস্তায় চলাচল করতে পারে। রিক্সা এ জেলার শতবছরের ঐতিহ্য। মালিক সমিতি ছাড়া ড্রাইভারদের দিয়ে রিক্সা কন্ট্রোল করা যাবে না। যেখানে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলা শহরে ব্যাটারী চালিত ইজিবাইক নিষিদ্ধ ঘোষণা করে চলাচল বন্ধ করে, অথচ আমাদের চাঁদপুর পৌরসভায় ঐ ব্যাটারী চালিত ইজিবাইককে লাইসেন্স দিয়ে চলাচলের বৈধতা দেন। অথচ শত বছরের পুরণো ঐতিহ্যবাহী রিক্সার লাইসেন্স বন্ধ করে রেখেছে এবং বন্ধের ষড়যন্ত্র করছে। আমরা আশা করি অতি শিঘ্রই আমাদের দাবিগুলো আপনারা মেনে নিবেন।

এসময় চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান সুমন মস্তান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি, সহসভাপতি মঞ্জুর আলম মনা, সহসাধারণ সম্পাদক সবুজ আখন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর গাজী, দপ্তর সম্পাদক মোঃ জসিম পাটওয়ারী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান বেপারি সহ কয়েক শতাধিক মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ৪ সেপ্টেম্বর ২০২৫