জলাবদ্ধতা নিরসনে,পানি নিষ্কাশনের জন্য চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডে বারিট পাইপ সিসি ড্রেনের কাজের উদ্বোধন করা হয়েছে।
২৯ মার্চ সোমবার বিকেলে দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়কের দক্ষিণ পাশে এই নতুন ড্রেনের কাজের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। উদ্বোধনকালে তিনি ওই এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পৌরবাসীর বিভিন্ন সমস্যা মূলক বিষয় জানার চেষ্টা করে তা ধীরে ধীরে সমাধান করার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান দর্জি, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের মানিক মিজি, ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক শাহ আলম খলিফা, সহ-সভাপতি হযরত আলী রিপন, সাংগঠনিক সম্পাদক শামীম বেপারী সহ ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি,২৯ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur