চাঁদপুর শহরের নিউ মার্কেট, টাউন হল মার্কেটসহ চাঁদপুর পৌরসভার সামনে থেকে কালিবাড়ি মোড় পর্যন্ত বিভিন্ন মার্কেট ও দোকানগুলোতে অভিযান পরিচালনা করে চাঁদপুর পৌরসভা। এছাড়া ফুটপাত দখল মুক্তে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর পৌরসভার অভিযান পরিচালিত হয়। এছাড়া কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নানা অনিয়মের কারনে সর্তক করা হয়।
চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরে আলম, বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, লাইসেন্স পরিদর্শক মোশাররফ হোসেন, সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল, বাজার আদায়কারী তৌহিদুল ইসলাম মিলন, সহকারী লাইসেন্স পরিদর্শক মাইনুদ্দিন মাইনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীশা বলেন, চাঁদপুর পৌরসভার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur