চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মো. ছিদ্দিকুর রহমান ঢালী মারা গেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬:৪০ মিনিটের সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়,তিনি ওপেন হার্ট সার্জারি রোগী ছিলেন এবং হার্টের সমস্যা থেকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী, এক ছেলে,তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিন বাদ আছর চাঁদপুর পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নিজ এলাকা হরিসভা পশ্চিম শ্রীরামদী ঢালী বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুরান বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।
এদিকে, ছিদ্দিক ঢালীর মৃত্যুর খবর শুনে তাঁর বাড়িতে যান চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বিকাল ৪ টার সময় তিনি ছিদ্দিক ঢালীর মরদেহের পাশে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় মোশারফ হাজী মরহুম ছিদ্দিক ঢালীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।
স্টাফ রিপোর্টার, ২৯ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur