Home / উপজেলা সংবাদ / চাঁদপুর পৌরসভার মেয়রকে সংবর্ধনায় পৌর আওয়ামী লীগের প্রস্তুতিসভা
চাঁদপুর পৌরসভার মেয়রকে সংবর্ধনায় পৌর আওয়ামী লীগের প্রস্তুতিসভা

চাঁদপুর পৌরসভার মেয়রকে সংবর্ধনায় পৌর আওয়ামী লীগের প্রস্তুতিসভা

‎Sunday, ‎10 ‎May, ‎2015  10:19:56 PM

শরীফুল ইসলাম, চাঁদপুর :

চাঁদপুর পৌরসভার পুনঃ নির্বাচিত মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদকে সংবর্ধনা প্রদান লক্ষ্যে রোববার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

পৌর আ’লীগের সহ-সভাপতি রাধাগোবিন্দ ঘোষের সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাচ্চু পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, আলহাজ্ব আবুল কাসেম গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ মিঠু, সদস্য ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌর আ’লীগের সদস্য সেলিম মিয়াজী, নুরুন নবী, জেলা মহিলা আ’লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর।

সভায় বক্তারা বলেন, আগামী ২৪ মে পৌর আ’লীগের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিল্প মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমির হোসেন আমু। যে কোনো কাজে দলকে শক্তিশালী করতে হলে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব কাজই ভালোভাবে সম্পন্ন করা সম্ভব। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপহার দেবো। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরবো। নবনির্বাচিত পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে দলের সকল নেতা কর্মীকে এক হয়ে কাজ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক, ২নং ওয়ার্ড সভাপতি ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান ঢালী, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাছান খান, ৪নং ওয়ার্ড সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ৫নং ওয়ার্ড সম্পাদক জাকির মিয়াজী, ৬নং ওয়ার্ড সভাপতি দিলদার হোসেন পাটোয়ারী, ৭নং ওয়ার্ড সভাপতি আ. রহিম গাজী, ৮নং ওয়ার্ড সভাপতি বদিউজ্জামান বদু, ৯নং ওয়ার্ড সভাপতি আ. মতিন বকাউল, ১১নং ওয়ার্ড সভাপতি গাজী আবুল হোসেন, ১৩নং ওয়ার্ড সাম্পাদক ও কাউন্সিলর আলমগীর হোসেন গাজী, ১৫নং ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হোসেন খান।

চাঁদপুর টাইমস- এএস/এমআরআর/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes