আগামী সপ্তাহে চাঁদপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভা নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশিত হয়েছে।
১৫ অক্টোবর,বৃহস্পতিবার উপসচিব মো.মিজানুর রহমান স্বাক্ষরিত এ গেজেট বিজ্ঞপ্তটি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আগামী সপ্তাহের যে কোনো দিন নবনির্বাচিত মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েলসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মেয়রকে শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে। চাঁদপুর অথবা চট্টগ্রামে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গত ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড.জিল্লুর রহমান জুয়েল। এছাড়া ১৫ জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
শপথ নিবেন যারা: চাঁদপুর পৌর নির্বাচনে বিজয়ী মেয়র পদে অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. মালেক শেখ, ৩নং ওয়ার্ডে পানির বোতল মার্কায় মো. আ. লতিফ গাজী, ৪নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কায় মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. সাইফুল ইসলাম ভূইয়া, ৬নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে ব্ল্যাকবোর্ড মার্কায় অ্যাড. মো. হেলাল হোসাইন, ৯নং ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী চান মিয়া মাঝি, ১০নং ওয়ার্ডে পানির বোতল মার্কায় মো. ইউনুছ শোয়েব, ১১নং ওয়ার্ডে পাঞ্জাবি মার্কায় মো. ইকবাল হোসেন পাটোয়ারী, ১২নং ওয়ার্ডে উটপাখি মার্কায় মো. হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডে ফাইল কেবিনেট মার্কায় মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ডে পাঞ্জাবি মার্কায় মো. খায়রুল ইসলাম নয়ন, ১৫নং ওয়ার্ডে উটপাখি মার্কায় অ্যাড. কবির হোসেন চৌধুরী।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২,৩নং ওয়ার্ডে চশমা মার্কায় ফেরদৌসী আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে জবাফুল মার্কায় খালেদা রহমান, ৭,৮,৯ নং ওয়ার্ডে চশমা মার্কায় মিসেস ফরিদা ইলিয়াস, ১০,১১,১২ নং ওয়ার্ডে আনারস মার্কায় আয়েশা রহমান, ১৩,১৪,১৫নং ওয়ার্ডে জবাফুল প্রতীকে মোসাম্মৎ শাহিনা বেগম।
করেসপন্ডেট,১৬ অক্টোবর ২০২০